মেহেদী হাসান ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি | রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
দিনাজপুরের ফুলবাড়ীতে ৬০০ পিচ এ্যাম্পল (নেশা জাতীয় ইনজেকশন) সহ দুই যুবক কে আটক করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কাজিহাল ইউনিয়ন কার্যলয়ের সন্নিকটে ভারতীয় সীমান্ত ঘেষা আমড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার দুপুরে তাদের দুজন কে আদালতে সর্পোদ করা হয়েছে।
আটক ব্যাক্তিরা হলেন আমড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে রাজু আহম্মেদ (৩১) ও একই গ্রামের হাফিজুর রহমানের ছেলে খালিদ হাসান নিশাদ (২২)।
এ ঘটনায় ফুলবাড়ী থানার এসআই আরিফুল ইসলাম বাদি হয়ে ফুলবাড়ী থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করেছেন।
মামলা সুত্রে জনাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে তার নির্দেশ মোতাবেক ফুলবাড়ী থানার এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি অভিযানী দল শনিবার রাত সাড়ে ১০টায় উপজেলার কাজীহাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ১০০ মিটার পশ্চিমে পাকা রাস্তায় একটি মোটর সাইকেল থামিয়ে ধৃত রাজু আহম্মেদ ও খালিদ হাসান নিশাতের কাছ থেকে ৬০০ পিচ এ্যাম্পল ইনজেকশন উদ্ধার করে তাদের আটক করা হয়।
ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম নিশ্চিত করে বলেন,আটক দুই যুবকের কাছ থেকে ৬শ পিছ নেশা জাতীয় ইন্জেকশন উদ্ধার করা হয়েছে।মাদক আইনে মামলা দায়ের করে তাদের দুজন কে আদালতে সর্পোদ করা হয়েছে।
Posted ৭:২৬ অপরাহ্ণ | রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪
Desh24.news | Azad
.