মেহেদী হাসান ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
কয়েক দিনের টানা ভারী বর্ষণে ডুবে যায় ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকা। পানি বন্দি হয়ে পড়েন অনেক পরিবার। পানি নিষ্কাশনের গতি ধীর হওয়ায় ভোগান্তি পড়েছে নিম্ন আয়ের মানুষ। এসব পানিবন্দি মানষের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৫নং খয়েরবাড়ী ইউনিয়নের বালুপাড়া এলাকায় ২ শতাধিক বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ ত্রাণ বিতরণ করা হয়েছে।খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হকের তত্তাবধানে এসব ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাফিউল ইসলাম প্রমুখ।
খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান এনামুল হক জানান, টানা বর্ষণে বালুপাড়া আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দারা পানিবন্দি হয়ে দুর্বিসহ জীবন যাপন করছে। তাদের দুর্দশার কথা উপজেলা প্রশাসনকে জানালে জেলা প্রশাসন পক্ষ থেকে বালুপাড়া আশ্রয়ন প্রকল্পের পানিবন্দি মানুষসহ পার্শ্ববর্তী হঠাৎ পাড়া গ্রামের ২শতাধিক অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ বিতরণ করা হয়। এসব উপহারের মধ্যে চাল, ডাল, তেল, চিনি, লবন, হলুদ, মরিচ গুড়ো, ধনে গুড়োসহ প্রতি প্যাকেটে সাড়ে ১৪ কেজি পণ্য রয়েছে।
Posted ৮:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
Desh24.news | Azad
.
.