মেহেদী হাসান ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি | সোমবার, ০১ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
সারা দেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে বই উৎসব উদযাপন হয়েছে।বছরের শুরুতেই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক (বই) বিতরণ করে এ বই উৎসব কর্মসূচি পৃথক পৃথক ভাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাইর রহমান মিল্টন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ তমাল।
গতকাল সোমবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ বই উৎসব কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
অনুষ্ঠানে গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেনর সভাপতিত্বে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপির বড় কন্যা ফারহানা রহমান মুক্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম প্রমুখ।
অপরদিকে সকাল ১১ টায় সুজাপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় সভাকক্ষে বই উৎসব কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ তমাল। এসময় সুজাপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিব কুমার চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান আতিক, মাধ্যমিক শিক্ষা পরিদর্শক শফিকুল ইসলাম ।
Posted ৯:১৯ অপরাহ্ণ | সোমবার, ০১ জানুয়ারি ২০২৪
Desh24.news | Azad
.
.