মেহেদী হাসান ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি | শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গুপ্তা প্লাউড এন্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজের ফ্যাক্টরি ডে-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২৯ ডিসেম্বর) রাজারামপুর ফ্যাক্টরি চত্বরে বার্ষিক বনভোজন,খেলাধুলা ও স্বাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুপ্তা প্লাউড এন্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান রাজু কুমার গুপ্ত।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এম.পি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল,মোস্তাফিজুর রহমান ফিজার এমপির জ্যেষ্ঠ কন্যা দিনাজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফারহানা রহমান মুক্তা,বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা রহমান শিমলা,
গুপ্তা প্লাউড এন্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিটেজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনন্দ কুমার গুপ্ত,
ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু।
দিনব্যাপী এ অনুষ্ঠানে গুপ্তা পরিবারের সদস্যগণ সহ গুপ্তা প্লাউড এন্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিটেজের ৬শতাধিক কর্মচারী এবং অঙ্গ প্রতিষ্ঠান গুপ্তা ব্রীক্স ও দৈনিক দেশ মা পত্রিকার কর্মকর্তা ও কর্মচারীরা।
গুপ্তা প্লাউড এন্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিটেজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনন্দ কুমার গুপ্ত জানান, কারখানাটিতে উৎপাদন শুরুর পর থেকেই ফ্যাক্টরির কর্মকর্তা,কর্মচারীদের নিয়ে প্রতিবছর ফ্যাক্টরি ডে পালন করা হয়।এতে তারা কাজে উৎসাহ পাবে। কারন তারাই এই প্রতিষ্ঠানের প্রান। এরই ধারাবাহিকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, অনুষ্ঠানে কর্মচারীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Posted ৬:২০ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
Desh24.news | Azad
.
.