আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি | সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরীতে প্রবীণদের মাঝে পরিপোষক ভাতা ও শীত বস্ত্র বিতরন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় এই ভাতা ও শীত বস্ত্র বিতরন করে বেসরকারী উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস্ (এসডিআই)।
এসডিআই এর সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন কো অর্ডিনেটর এস এম আনোয়ার পারভেজের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসডিআই এর সিনিয়র সহকারী পরিচালক (অডিট) কাজী মিজানুর রহমান।
বক্তব্য রাখেন, এসডিআই এর আঞ্চলিক ব্যবস্থাপক মো: হুমায়ুন কবির, প্রবীণ সংঘের বানিয়াজুরী ইউনিয়ন সভাপতি মো: মজিবুর রহমান মাস্টার, সাধারন সম্পাদক গিনি আলমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
অনুষ্ঠানে ৯১ জন প্রবীণ, অস্বচ্ছল ও পঙ্গু ব্যক্তিদের মাঝে মোট ১ লাখ ৩৬ হাজার ৫ শত টাকা এবং ৭৭ জনকে শীত বস্ত্র কম্বল বিতরন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, সমাজ সেবক মো: লুৎফর রহমান, ডাক্তার আবুল হোসেন, এসডিআই এর বানিয়াজুরী শাখা ব্যবস্থাপক নজরুল ইসলাম, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, শিক্ষা সুপারভাইজার মোঃ হাসান উদ্দিন, স্বাস্থ্য কর্মকর্তা মো: স্বাধীন, শামীমা নাসরিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী মিজানুর রহমান বলেন, প্রবীণরা সমাজের বোঝা নয়। তারা আমাদের আর্শিবাদ ও সম্পদ। তাই প্রবীণদের যথাযথ সম্মান দিতে এবং তাদের জীবনমান উন্নয়নে এসডিআই এর বিভিন্ন সহযোগিতা কর্মসূচি অব্যাহত থাকবে।
Posted ৪:৪০ অপরাহ্ণ | সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
Desh24.news | Azad
.