মানিকগঞ্জ – ১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পদ্মা – যমুনা নদীর ভাঙ্গন রোধে নদী শাসনের কার্যক্রম শুরু করেছে।দৌলতপুরের যমুনার পূর্বতীরে চার কিলোমিটার কাজ এখন দৃশ্যমান। পর্যায়ক্রমে শিবালয় উপজেলার মালচী পদ্মার পার পর্যন্ত সম্প্রসারিত করা হবে। মানিকগঞ্জ ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ – বলেন,আমি নির্বাচনের আগে জনগণকে কথা দিয়ে ছিলাম,আমি যদি এমপি হিসেবে নির্বাচিত হই প্রথমেই পদ্মা -যমুনার ভাঙ্গন থেকে মানুষের ঘর- বাড়ি,ফসলি জমি,রাস্তা-ঘাট ও বিভিন্ন স্থাপনা রক্ষায় নদী শাসনসহ, অবৈধ ড্রেজার দিয়ে বালু ব্যবসা বন্ধ করবো।আমি আমার প্রতিশ্রুতি অনুযায়ী কার্যক্রম শুরু করেছি। শিবালয় ও দৌলতপুর উপজেলার পদ্মা- যমুনা নদীতে যতো অবৈধ ড্রেজার ছিলো সব বন্ধ করে দিয়েছি।আগামীতেও কেউ যাতে অবৈধ্য ড্রেজার বসিয়ে নদী থেকে বালু উত্তোলন করতে না পারে,সে বিষয়ে নজরদারি করা হবে।তিনি আরও বলেন – মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মানিকগঞ্জ -১ আসনকে দূর্নীতি মুক্ত ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাব।