আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার | মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১ | প্রিন্ট
ঘন কুয়াশার কারণে ৮ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পর থেকে সিরিয়াল অনুযায়ী অপেক্ষামাণ যানবাহন পারাপার করতে শুরু হয়েছে ব্যস্ততম পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে।
মঙ্গলবার সকাল ১১টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে ঘন কুয়াশার কারণে মঙ্গলবার ভোর ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিলো বলে জানান বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ডিজিএম জিল্লুর রহমান।
এসময় তিনি বলেন, মঙ্গলবার মধ্যরাত থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে ভোর ৩টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এজন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
পরে মঙ্গলবার সকাল ১১ টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু করা হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকা মিলে ৯ শতাধিক যানবাহন নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে। সিরিয়াল অনুযায়ী অপেক্ষামাণ যানবাহনগুলোকে নৌরুট পারাপার শুরু করা হয় বলে জানান জিল্লুর রহমান।
#
Posted ১২:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১
Desh24.news | Azad
.