ইউসুফ আলী চৌধুরী,রাজশাহী প্রতিনিধি | শনিবার, ৩০ জানুয়ারি ২০২১ | প্রিন্ট
পঞ্চম ধাপে রাজশাহীর চারঘাট উপজেলার চারঘাট পৌরসভায় মো. একরামুল হক ও দুর্গাপুর উপজেলার দুর্গাপুর পৌরসভায় মো. তোফাজ্জল হোসেন এবং পবা উপজেলা পরিষদের উপ নির্বাচনে নৌকার মাঝি হলেন বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী।
পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি রাজশাহীর দুইটি পৌরসভাসহ ৩১ পৌরসভায় নির্বাচন হবে। এই নির্বাচনে পবা উপজেলাসহ চারটি উপজেলা ও তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩৮ জন প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা হয়। সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি ও আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভার সিদ্ধান্ত মোতাবেক রাজশাহীর চারঘাট উপজেলার চারঘাট ও দুর্গাপুর উপজেলার দুর্গাপুর পৌরসভা এবং পবা উপজেলা পরিষদের উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
এতে রাজশাহীর চারঘাট উপজেলার চারঘাট পৌরসভায় মো. একরামুল হক ও দুর্গাপুর উপজেলার দুর্গাপুর পৌরসভায় মো. তোফাজ্জল হোসেন এবং পবা উপজেলা পরিষদের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার মাঝি হলেন বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী।
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহীর পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর রহমান মারা যান। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ২২ নভেম্বর তিনি মারা যান। মুনসুর রহমান রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক। পবা উপজেলার নওহাটা পৌরসভার শ্রীপুর মহল্লার বাসিন্দা ছিলেন তিনি। তার মৃত্যুতে উপজেলা পরিষদের পদ শূন্য হয়। প্রেক্ষিতে এই উপজেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারী।
Posted ৮:৫৩ অপরাহ্ণ | শনিবার, ৩০ জানুয়ারি ২০২১
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |