ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর গঠিত ভ্রাম্যমান আদালত। এসময় ৯টি ইটভাটা থেকে ২৯ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার দিনব্যাপী পরিবেশ আইন লংঘন করে ইটভাটা স্থাপন ও কাঠ পোড়ানোর দায়ে উপজেলার কোলদিয়াড় গ্রামে এমজিবি ব্রিকস্ কে ৪ লক্ষ টাকা, সাদিপুর গ্রামে এএলএলবি ব্রিকস্ কে ১ লক্ষ টাকা, এনএসআর ব্রিকস্ কে ২ লক্ষ ৫০ হাজার টাকা, বিএন্ডবি ব্রিকস্ কে ১ লক্ষ ৫০ হাজার টাকা, স্বরুপপুরের এবিএস ব্রিকসএক ৪ লক্ষ টাকা, এসবিসি ব্রিকস কে ৩ লক্ষ টাকা, এনবিসি ব্রিকস্ কে ৫ লক্ষ টাকা, জয়রামপুরের এনএন্ডবি ব্রিকস্ কে ৫ লক্ষ টাকা এবং এমএমজে ব্রিকস্ কে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাঈদা পরভীন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক আতাউর রহমান এবং সহকারী পরিচালক কমল কুমার বর্মণ। এ অভিযান চলমান থাকবে বলে উপ পরিচালক আতাউর রহমান জানিয়েছেন।
Posted ৭:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২
Desh24.news | Azad
.
.