দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি | মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
কাজী আরেফ আহমেদ সহ ৫ জাসদ নেতার ২২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১০ টায় উপজেলার ফিলিপনগর পিএম কলেজ মাঠে শহীদ ইয়াকুব আলী ট্রাষ্টের আয়োজনে স্বরণ সভায় সভাপতিত্ব করেন ট্রাষ্টের সভাপতি ও জাসদের কেন্দ্রীয় নেতা শরিফুল কবির স্বপন।
প্রধান অতিথি হিসাবে স্বরণ সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশাহ্, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড: এজাজ আহমেদ মামুন, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, আরো বক্তব্য রাখেন, ভেড়ামারা পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল, মুক্তিযোদ্ধা হায়দার আলী, ইউসুফ আলী রুশো প্রমুখ। বক্তাগণ নৃশংষ এ হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনা সহ সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতার করে রায় কার্যকরের দাবী জানান। এর আগে পিএম কলেজ চত্বরে ইয়াকুর আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
উল্লেখ্য ১৯৯৯ সালের এইদিনে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাসবিরোধী জনসভায় বক্তৃতাকালে চরমপন্থী সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নিহত হন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদের তৎকালীন কেন্দ্রীয় কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আরেফ আহমেদ, কুষ্টিয়া জেলা জাসদের তৎকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ইয়াকুব আলী, স্থানীয় জাসদ নেতা ইসরাইল হোসেন ও শমসের মন্ডল।
Posted ৫:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১
Desh24.news | Azad
.
.