ডেস্ক রিপোর্ট | শনিবার, ২৩ এপ্রিল ২০২২ | প্রিন্ট
মাহবুব আলম রাসেলঃ
মানিকগঞ্জের দৌলতপুর থানায় জুয়া আইনের একটি মামলা দায়ের করার ১২ ঘন্টার মধ্যে আদালতে অভিযোগ পত্র দাখিল করা হয়েছে।
গত মঙ্গলবার সকালে মামলা দায়ের করে বিকাল ৫ টার মধ্যে মামলার সকল কার্যক্রম শেষ করে মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার উপ-পরিদর্শক মীর মোঃ মোখছেদুল আলম আদালতে ওই মামলার অভিযোগপত্র দাখিল করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া হোসেন বলেন, দৌলতপুর থানার উপ-পরিদর্শক রিপন কুমার পাল ও সংগীয় ফোর্স গত সোমবার রাতে দৌলতপুর থানার বাচামারা ইউনিয়নের চর কল্যানপুর গ্রামে অভিযান পরিচালনা করে টাকা ও তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে আটজন ব্যাক্তিকে আটক করেন। জুয়ার আসর থেকে ৪২১০ টাকা ও একসেট তাস উদ্ধার করে জব্দ করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জুয়া আইনে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং ৫ তারিখ ১৯-০৪-২২। মামলা হওয়ার ১২ ঘন্টার মধ্যে মামলার সকল কার্যক্রম শেষ করে বিঞ্জ আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযোগ পত্র দাখিল করেন।
Posted ৫:২২ অপরাহ্ণ | শনিবার, ২৩ এপ্রিল ২০২২
Desh24.news | Azad
.