ডেস্ক রিপোর্ট | শনিবার, ১৩ জুলাই ২০২৪ | প্রিন্ট
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউপি’র বাগোয়ান নামক গ্রামে মোশারফ ইসলাম এর বাড়ীর সেফটি ট্যাংক পরিস্কারের কাজ করতে নেমে রাজন ও লিটন নামে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সেফটি ট্যাংকে কাজ করতে নেমে দুই রাজমিস্ত্রির সহকারীর মৃত্যু হয়েছে। উক্ত ঘটনায় মিজানুর নামের একজন গুরুত্বর অসুস্থ্য হয়ে গেছে বলে জানান তারা। স্থানীয়রা আরো বলেন, সেফটি ট্যাংকে কাজ করতে নেমে অক্সিজেনের অভাব জনিত কারনে তারা মারা গেছে।
সেসময় বাড়ীর মালিক মোশারফ হোসেন বলেন, তাদের কাজে রেখে আমি অন্য কাজে বাইরে গিয়েছিলাম। পরে জানতে পারি রাজমিস্ত্রির দুই সহকারী ট্যাংকির ভিতরে নেমে উঠতে পারছে না। এসে দেখি স্থানীয় লোকেরা তাদের উপরে উঠিয়েছে কিন্তু তারা দুজনে অচেতন অবস্থায় এবং একজন খুবই অসুস্থ্য বোধ করছে। পরে তাদের গায়ে পানি ঢেলেও যখন কিছু হচ্ছিল না তখন তাড়াহুড়া করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
এবিষয়ে দৌলতপুর থানার ওসি মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলন, বিষয়টি শুনেছি দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
Posted ২:০৮ অপরাহ্ণ | শনিবার, ১৩ জুলাই ২০২৪
Desh24.news | Azad
.
.