
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা:
কুষ্টিয়ার দৌলতপুরে সন্ত্রাসীর গুলিতে রাজু হোসেন (১৮) নামের একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
নিহত রাজু মরিচা ইউনিয়নের ফারাকপুর ভাঙ্গাপাড়া গ্রামের ইব্রাহিম প্রামানিকের ছেলে।
জানাযায়, গতকাল সোমবার রাতে উপজেলার মরিচা ইউনিয়নের পদ্মানদীর চরে রাজু (১৮) নামে একজন গুলিবিদ্ধ হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে কী কারনে কে বা কারা তাঁকে হত্যা করেছে, সেটা এখনো জানা যায়নি।
এব্যাপারে দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা জানান, রাতে গুলিবিদ্ধ হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে তিনি বলেন।
নিহতের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তৌহিদুল হাসান তুহিন বলেন, রাজু বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয় বলে তিনি জানান।
Posted ১২:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
Desh24.news | Azad
.