
ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
জহির মাহমুদ প্রতিনিধি, দৌলতপুর, মানিকগঞ্জ :
দৌলতপুরে গতকাল ৯ (এপ্রিল) রোজ বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযান পরিচালিত হয়েছে। অস্বাস্থ্যকর ও নোংরা স্যাঁতস্যাঁতে পরিবেশে খাবার তৈরি করা হচ্ছিল, কর্মচারীদের স্বাস্থ্যবিধি কিংবা স্বাস্থ্য পরীক্ষার সনদ ছিলোনা, খাবার খোলা অবস্থায় রাখা হচ্ছিল। এই অভিযানে মায়ের দোয়া বেকারি কাঁঠাল তলা ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ১০,০০০/= টাকা জরিমানা করা হয়। আরও মেহেদী দুর্জয় বেকারি উপজেলা সংলগ্ন ১৫,০০০/= হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা। তিনি জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরাবরই ভোক্তাদের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে। আজকের অভিযানটি তারই একটি অংশ। আমরা প্রতিটি প্রতিষ্ঠানে মানসম্পন্ন পন্য সরবরাহ এবং স্বাস্থ্যসন্মত পরিবেশ নিশ্চিত করার জন্য নিয়মিত অভিযান চালিয়ে যাবো। যদি কেউ আইন ভঙ্গ করে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আরো উপস্থিত ছিলেন সেনেটারী ইন্সপেক্টর জনাব মোঃ আবু তালেব দৌলতপুর প্রমূখ।
Posted ১২:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
Desh24.news | Azad
.
.