ডেস্ক রিপোর্ট | রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
দৌলতপুরের ৮টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বাবুল আক্তার টিপু।
উপজেলার ৮টি ইউনিয়নের নৌকা প্রতীক পেয়েছেন যারা:-
দৌলতপুর উপজেলা সদর চকমিরপুর ইউনিয়নে মোহাম্মদ মহিদুর রহমান মুক্তা , ধামশ্বর ইউনিয়নে এ্যাডঃ মোঃ ইদ্রিস আলী , খলশী ইউনিয়নে মোঃ আনোয়ার হোসেন , বাঘুটিয়া ইউনিয়নে এস এম জাহাঙ্গীর আলম , জিয়নপুর ইউনিয়নে মোঃ বেলায়েত হোসেন , বাচামারা ইউনিয়নে মোঃ আব্দুর রশিদ, কলিয়া ইউনিয়নে এ.কে.এম সিদ্দিকুর রহমান , চরকাটারী ইউনিয়নে মোঃ রফিকুল ইসলাম।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক বলেন, উপজেলার ৮টি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সব ইউনিয়নেই একাধিক প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আব্দুস সালামসহ শীর্ষ স্থানীয় নেতারা মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের তালিকা সম্প্রতি দলের হাইকমান্ডে পাঠান।
এর প্রেক্ষিতে ৪ঠা ডিসেম্বর রাতে আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড, দৌলতপুর উপজেলার ৮ টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করেন আমি মনে করি প্রত্যেকটা ইউপিতে যোগ্যদের কে স্থান দেয়া হয়েছে এতে আমরা একমত এবং খুশি।
পুনঃঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৯ ডিসেম্বর (আগে ছিলে ৭ ডিসেম্বর), মনোনয়নপত্র যাচাই-বাছাই ১২ডিসেম্বর (আগে ছিল ৯ ডিসেম্বর) এবং মনোনয়নপত্র প্রত্যাহাররের শেষ তারিখ ১৯ ডিসেম্বর (আগে ছিল ১৫ ডিসম্বর)। পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি।
Posted ৯:৩৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১
Desh24.news | Azad
.
.