ডেস্ক রিপোর্ট | রবিবার, ২৮ নভেম্বর ২০২১ | প্রিন্ট
সাইমন হোসেন ,ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নে ভোট কারচুপির অভিযোগ এনে নৌকা প্রার্থী প্রভাষক সোহেল রানা ভোট বর্জন করেছেন।
২৮ নভেম্বর (রবিবার) বিকেলে ভোট বর্জনের বিষয়টি তিনি নিশ্চিত করে জানান, স্বতন্ত্র প্রার্থীর (আনারস মার্কা) সমর্থকরা জোরপূর্বক কেন্দ্র দখল করে সিল মেরেছে। পুলিশ প্রশাসন ও উপজেলা আ.লীগের অনেক সদস্য স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছেন এই ইউনিয়নে কোনও সুষ্ঠ ভোট হয়নি। তাই আমি ভোট বর্জন করলাম।
এবিষয়ে দুওসুও ইউনিয়নে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহমান জানান, সম্পূর্ণ সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কেউ যদি অহেতুক অভিযোগ এনে ভোট বর্জন করলে তার দায়ভার নিজেকেই নিতে হবে। আর এখনো কোনও প্রার্থী ভোট বর্জনের বিষয়টি আমাদের লিখিতভাবে জানায়নি।
Posted ৬:০৬ অপরাহ্ণ | রবিবার, ২৮ নভেম্বর ২০২১
Desh24.news | Azad