মোঃ শফি আলম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি | রবিবার, ২১ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উদ্যাপন উপলক্ষে ভাষা সৈনিকদের সংর্বধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার সকাল ৮টায় ভাষা সৈনিকদের সংবর্ধনা ও আলোচনা সভা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় । কর্মসূচীর মধ্যে ছিল রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, ঘিওর প্রেসক্লাব, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন। সংবর্ধনা ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব, অধ্যাপক (অবঃ) মুক্তিযোদ্ধা অজয় কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোঃ আতোয়ার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, মুক্তিযোদ্ধা মোঃ মেজবাহ উদ্দিন,ঘিওর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু প্রমুখ। সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলী ইকবাল বাহার ভিপি শামীম।
শেষে ভাষা সৈনিকদের এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষাথর্ীদের মাঝে উপহার সামগ্রী বিতরন করেন। এ ছাড়াও ৪৯ জন দুস্থ যাত্রাশিল্পী ও সংগীত শিল্পীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরন করেন।
Posted ৩:২৩ অপরাহ্ণ | রবিবার, ২১ ফেব্রুয়ারি ২০২১
Desh24.news | Azad
.