ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি | শনিবার, ১০ এপ্রিল ২০২১ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের হিজুলিয়া গ্রামের পূর্বপাড়ায় মনোয়ার খোন্দকার এর বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে গরু ও ঘর পুড়ে ছাই। শুক্রবার রাত সাড়ে নয়টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কয়েলের আগুন থেকে এই অগ্নিকান্ডের হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। কয়েল থেকে খড়ের গাঁদায় আগুন লেগে এই ভয়াবহ অগ্নিকান্ডের সুত্রপাত বলে জানিয়েছেন প্রত্যক্ষ গ্রামবাসী । ভয়াবহ এ অগ্নিকান্ডে ঘরে রাখা আসবাবপত্র এবং একটি গরুসহ সমস্ত মালামাল পুড়ে যায়।
এসময় ক্ষতিগ্রস্থ পরিবার মনোয়ার খোন্দকার বলেন, আগুনে পুড়ে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল পুড়েছে। এখন আমরা প্রায় নিঃস্ব। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ঘিওর থানা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর দুটি ইউনিট এসে আগুন আধা ঘন্টার পরিশ্রমে আগুন নিয়ন্ত্রনে আসে বলে জানান। এসময় ক্ষতিগ্রস্থ মনোয়ার খোন্দকার সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি জানান।
স্থানীয় বড়টিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফরিদ হোসেন বাবর জানান, ক্ষতিগ্রস্থরা যেন সরকারি সহযোগিতা পান এব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করি এবং ইউনিয়ন পরিষদ থেকে যতটুকু সম্ভব সহায়তা করা হবে।
Posted ৩:০৮ অপরাহ্ণ | শনিবার, ১০ এপ্রিল ২০২১
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |