শুক্রবার ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘিওরে বিদ্যালয়ে রহস্যজনক আগুন

ঘিওর, মানিকগঞ্জ প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ | প্রিন্ট  

ঘিওরে বিদ্যালয়ে রহস্যজনক আগুন

মানিকগঞ্জের ঘিওরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ১৫ নং পাঁচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রত্যক্ষদর্শী নৈশ প্রহরীর দাবি দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। তবে তালা লাগানো বিদ্যালয় ভবনের ভেতরে কিভাবে আগুন লাগল, সেটা নিয়ে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের দ্বিমত রয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী খান বলেন, বিদ্যালয়ের নৈশ প্রহরী দেখতে পায় বিদ্যালয়ের ভবনে আগুন লেগেছে। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে । নৈশ প্রহরী মাসুম মিয়া বলেন, ভোর সাড়ে চারটার দিকে দেখি আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে। তখন দ্রুত বিদ্যালয়ের ভেতরে বালতির পানি দিয়ে আমি আগুন নেভাই। এতে কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও চিত্রাংকন ফেস্টুন পুড়ে গেছে এবং বিদ্যালয়ে কালো ধোয়ার আস্তরণ পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঘিওর উপজেলা নিবার্হী কর্মকর্তা আমিনুল ইসলাম, ঘিওর থানার ওসি মোঃ আমিনুর রহমান উপজেলা শিক্ষা অফিসার হাসিনা আক্তার পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপজেলা শিক্ষা অফিসার হাসিনা আক্তার পারভীন বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে খবর পেয়ে এসে দেখলাম বিদ্যালয়ের অগ্নিসংযোগ হয়েছে, তবে কে বা কারা দিয়েছে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিদ্যালয় ভবন তালাবদ্ধ ছিল এবং ভেতরের নৈশ প্রহরী ছিলেন। তদন্ত চলছে।অগ্নিকাণ্ডের প্রকৃত ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নিবার্হী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলা প্রশাসক মহোদয়কে অবগত করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে খভিয়ে দেখা হচ্ছে।


Facebook Comments Box

Posted ১:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com