
ডেস্ক রিপোর্ট | সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওরে নববর্ষকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা, আলোচনা সভা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবার বিতরণ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন।
সোমবার সকালে বর্ণাঢ্য ও আনন্দঘন এ শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। এরপর বাঙালিয়ানা খাবার ইলিশ, পান্তা, বিভিন্ন পদের শাক তরকারী পরিবেশন করা হয়।
শোভাযাত্রা শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জান মানিক, সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূইয়াসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেয়।
Posted ৭:০৩ অপরাহ্ণ | সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
Desh24.news | Azad
.