আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
মানিকগঞ্জ ঘিওর উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পর্যায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ডি এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ৮৫ টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা আক্তার পারভীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম ।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার নায়েব আলী, বড়টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন প্রমূখ ।
অনুষ্ঠানে ৮৫টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ম্যানিজিং কমিটির সদস্যবৃন্দ ও অবিভাবকরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
Posted ৮:০৪ অপরাহ্ণ | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
Desh24.news | Azad