ডেস্ক রিপোর্ট | বুধবার, ০৬ এপ্রিল ২০২২ | প্রিন্ট
আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ :
মানিকগঞ্জের ঘিওরে ওষুধের দোকানে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার দুপুরে উপজেলা সদরের বাসষ্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় অননুমোদিত, ভেজাল, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রি এবং ড্রাগস লাইসেন্স এর মেয়াদোত্তীর্ণ হওয়ার অভিযোগে মামলা ও জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানগুলো হলো আনোয়ার মেডিসিন ও শহিদুল ফার্মেসি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায়ের বিষয় নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হমিদুর রহমান। অভিযানে সহায়তা করেন জেলা ড্রাগ সুপার সুলতানা রিফাত ফেরদৌস, উপজেলা স্যানেটারি ইন্সেপেক্টর মোঃ মোয়াজ্জেম হোসেন। এছাড়াও অভিযানে ঘিওর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হামিদুর রহমান বলেন, আনোয়ার মেডিসিনকে ৩০ হাজার ও শহিদুল ফার্মেসীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক মামলাও দায়ের করা হয়েছে।
Posted ৭:১৫ অপরাহ্ণ | বুধবার, ০৬ এপ্রিল ২০২২
Desh24.news | Azad
.