আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওর উপজেলার ধলেশ্বরী নদীতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনার মাধ্যমে ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে রাত আটটা পর্যন্ত ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পেঁচারকান্দা, তরা ও জাবরা এলাকার তিনটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৩ টি ড্রেজার মেশিন ও ৪ হাজার ফুট ড্রেজার পাইপ জব্দ করা হয়েছে। এ অভিযানে সহায়তা করেন ঘিওর থানা পুলিশ সদস্যরা।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান বলেন, কাউকে হাতেনাতে আটক করতে না পারায় জেল জরিমানা দেয়া সম্ভব হয়নি। একজনকে পেয়েছিলাম কিন্তু তিনি নদী পাড় হয়ে পালিয়েছেন। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে রয়েছে।
Posted ৯:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩
Desh24.news | Azad
.
.