
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
ভ্রাম্যমান প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বড় কুষ্টিয়া গ্রামে প্রায় দেড়শত বছরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) উপজেলার বড় কুষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে দুই দিন ব্যপী এ মেলা শুরু হয়।
মেলা শুরু হয়েছে ১৪ এপ্রিল থেকে। ১৫ এপ্রিল পর্যন্ত মেলা চলবে । মেলা উপলক্ষ্যে উৎসব চলছে ঘরে ঘরে। স্থানীয়রা মেলা উপলক্ষ্যে বাড়িতে মেয়ে-জামাইসহ অনেক আত্নীয় স্বজনকে নিমন্ত্রণ করে বাড়িতে আনে। এজন্য অনেকেই এই মেলাকে জামাই মেলাও বলেন।
বড় কুষ্টিয়া গ্রামবাসীর আয়োজনে ও মোঃ আব্দুল মোতালেব হোসেনের আহবানে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ নাজমুল হোসেন।
মেলাটি উদ্বোধন করেন এডভোকেট ফিরোজ আলম বাবু। মেলাকে ঘিরে হাজার হাজার জনতা ভীড় জমায়।
Posted ৭:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
Desh24.news | Azad
.
.