ইউসুফ আলী চৌধুরী,রাজশাহী প্রতিনিধি | শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১ | প্রিন্ট
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমীক ভবন নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
বৃহস্পতিবার(২১ জানুয়ারী)বিকালে প্রধান অতিথি থেকে কেশরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভীত বিশিষ্ট এক তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর)আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য জনাব আয়েন উদ্দিন। অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রস্তুম আলী প্রাং, সাংগঠনিক সম্পাদক মাসুদ আহম্মেদ রানা, পৌর আওয়ামীলীগের সভাপতি শাহেদুজ্জামান মুক্তা, পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, যুবলীগের সভাপতি ইকবাল, সহ-সভাপতি একরামুল হক বিজয়, হোসেন, কাউন্সিলর হাফিজুর রহমান বকুল।
অনুষ্ঠান দোলোয়ার হোসেনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সামাদ মন্ডল, উপজেলা ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ইউপি সদস্য আশরাফ আলী, প্রভাষক আমজাদ হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি মহসিন আলী, ছাত্রলীগের সাধারন সম্পাদক মোরশেদ আলীসহ শিক্ষক, অভিভাবকবৃন্দ আরও অনেকে।
Posted ৫:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১
Desh24.news | Azad
.