এস এম আলমগীর হোসেন, পটুয়াখালী প্রতিনিধি | সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
কলাপাড়ায় সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) এর উদ্যোগে সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে উপজেলা ভিত্তিক বার্ষিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভাসা-২ প্রকল্পের ‘সুইমসেফ: জীবন রক্ষায় সাঁতার’কার্যক্রমের অধীনে সাঁতার প্রশিক্ষণ প্রাপ্ত ৬-১০ বছর বয়সী শিশুরা এতে অংশনেয়। একই সাথে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘আঁচল’ শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া উপজেলায় ভাসা-২প্রকল্পের অধীনে ১-৪ বছর বয়সী শিশুদের পানিতে ডুবা প্রতিরোধে পরিচালিত শিশু-যত্ন কেন্দ্র ভিত্তিক কার্যক্রম ‘আঁচল’ এর অন্তর্ভুক্ত শিশুরা এতে অংশনেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান। উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শফিকুল আলম বাবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সিনহাজ উদ্দিন, টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহামুদুল হাসান সুজন মোল্লা, চম্পাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুল মাস্টার। এছাড়া এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও ভিলেজ ইনজুরি প্রিভেনশন কমিটি’র সদস্যবৃন্দ, আঁচল মা এবং শিশুদের অভিভাবকসহ ভাসা প্রকল্পের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৬:৪৯ অপরাহ্ণ | সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
Desh24.news | Azad
.