বুধবার ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

অনলাইন পাঠদানে বিশেষ সম্মাননা পেলেন ফুলবাড়ীর কামরুন্নাহার

মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি   |   সোমবার, ১২ এপ্রিল ২০২১ | প্রিন্ট  

অনলাইন পাঠদানে বিশেষ সম্মাননা পেলেন ফুলবাড়ীর কামরুন্নাহার

করোনাকালে ঘরে বসে শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে পাঠদানে বিশেষ অবদান রাখায় “অনলাইন শিক্ষা করোনা যোদ্ধা” সম্মাননা স্বারক পেয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কামরুন্নাহার।

করোনা ভাইরাসের কারনে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সম্প্রতি বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক ব্যানারে সামাজিত যোগাযোগ মাধ্যম ফেইসবুক পেজের মাধ্যমে শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে শিখন শেখানো কার্যক্রম চালু করে স্থানীয় ১৪ জন শিক্ষক। পরবর্তীতে সারাদেশের শিক্ষকরা এতে অংশ গ্রহন করেন। এই কার্যক্রমে দায়ীত্ব সহকারে অনলাইন পাঠদানে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের পক্ষ থেকে সারাদেশের ২শ জন শিক্ষককে বাছাই করা হয়। এর মধ্যে দিনাজপুর জেলায় ১১জনের মধ্যে ফুলবাড়ীর শিক্ষিকা কামরুন্নাহারকে “অনলাইন শিক্ষা করোনা যোদ্ধা” এই সম্মাননা স্বারক প্রদান করা হয়।


বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের উদ্যোগে সম্প্রতি ঢাকা পিটিআই হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সহকারী শিক্ষক কামরুননাহারের হাতে এই সম্মাননা স্বারক তুলে দেন,অনুষ্ঠনের প্রধান অতিথি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপ পরিচালক মো: ইফতেখার হোসেন ভূইয়া।

কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটি আই ঢাকার সুপারন্টেন্ড মোঃ কামরুজ্জামান কামাল,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী, মোঃ মোফাজ্জল হোসেন, ঢাকা টিচার্স ট্রেনিং সেন্টারের সহযোগী অধ্যাপক মোঃ কবির হোসেন, সুমনহাবিব, বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেইজের এডমিন মোসাম্মমত আকলিমা আখতার প্রমুখ।

এসময় শিক্ষার মানবৃদ্ধির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন পেজের সদস্যরা। বিভিন্ন জেলা-উপজেলার পাশাপাশি শুধুমাত্র রংপুর বিভাগের ১৫০ জন শিক্ষকসহ মোট ২শসদস্য ও পেজের এডমিনগণ এতে অংশগ্রহণ করেন। এর মধ্যে দিনাজপুর জেলার ১৫ জন শিক্ষক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৪:২২ অপরাহ্ণ | সোমবার, ১২ এপ্রিল ২০২১

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com