মিন্টু মোল্লা, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি | সোমবার, ০৭ মার্চ ২০২২ | প্রিন্ট
সারাদেশের ন্যায় মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। বাঙালি জাতির ইতিহাসে অবিস্মরণীয় দিন আজ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের আজকের দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে এক উত্তাল জনসমুদ্রে এ দেশের স্বাধীনতার প্রস্তুতির ডাক দেন।
বঙ্গবন্ধু তাঁর বজ্রকণ্ঠে বলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই ভাষণ বাঙালির মুক্তি ও জাতীয়তাবোধ জাগরণের এক মহাকাব্য। এই ভাষণ এখন বিশ্ব ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রামাণিক দলিল।
আজ সকাল ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুুলিশ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, দৌলতপুর প্রেসক্লাব সহ অন্যান্য সরকারি ও বেসরকারি সংগঠন।
উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প অর্পণ শেষে সকাল ৮টায় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বের বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইমরুল হাসান বলেন- বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ এ দেশের মানুষকে স্বাধীনতার প্রস্তুতি গ্রহণ করতে উজ্জীবিত করে। দীর্ঘদিনের পরাধীনতার গ্লানি, শোষণ, নির্যাতনের বিরুদ্ধে জ্বলে ওঠার মন্ত্র হিসেবে কাজ করে। ভাষণে উদ্দীপ্ত হয়ে আপামর জনগণ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন করে।
এ সময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- থানা অফিসার ইনচার্জ জাকারিয়া হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস, বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ নুরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোয়াজ্জেম হোসেন, যুবলীগের আহবায়ক হুমায়ুন কবির শাওন, যুগ্ম আহবায়ক আনিসুর রহমান টিটু, উপজেলা ছাত্র লীগের সভাপতি ইন্জিনিয়ার নাছির উদ্দীন, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন (ভিকু) সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ এদেশের মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি রুহের মাগফেরাত কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Posted ৮:৩৬ অপরাহ্ণ | সোমবার, ০৭ মার্চ ২০২২
Desh24.news | Azad
.