ডেস্ক রিপোর্ট | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ | প্রিন্ট
মোঃ খায়রুল বাশার (মিঠু) ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে মরহুমা জাহানারা গনি বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্রের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় ২৭শে এপ্রিল (শনিবার)। মরহুমা জাহানারা গনি এর নিজস্ব বাসভবনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানে সূচনা হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাহানারা গনি বয়স্ক শিক্ষা কেন্দ্রের সম্মানিত সহ-সভাপতি মোঃ জহুরুল ইসলাম। আলোচনা সভা, কোরআন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামিক চিন্তাবিদ মাওলানা হাবিবুল্লাহ কাওছারী বিন হায়দারী সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাও. নূরু নবী সাহেব, এনামুল হক, রেজাউল করিম রেজা, প্রধান অতিথি বক্তব্য তিনি বলেন, প্রতিটি পরিবারের ইসলামের আলো পৌঁছাতে আল কোরআনের কোন বিকল্প নেই। তিনি মায়েদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি মা তাঁর অতি আদরের সন্তানকে কুরআনের দেখানো পথে পরিচালিত করবেন যাতে তারা তাঁরা দুনিয়াতে ও আখেরাতে কামিয়াবি হতে পারে। জাহানারা বয়স্ক কুরআন শিক্ষা ছয়টি কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে এদের মধ্যে কৃতিত্বপূর্ণ ফলাফল করায় নারী পুরুষদের মাঝে ২০টি আল কুরআন এবং এবং ধর্মীয় শিক্ষায় অনুপ্রেরণা কারীদের মধ্যে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোঃ আরিফুল ইসলাম। অনুষ্ঠান শেষে মরহুমা জাহানারা গণির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Posted ৮:২২ অপরাহ্ণ | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
Desh24.news | Azad
.