আব্দুর রাজ্জাক ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধ | বুধবার, ২১ জুন ২০২৩ | প্রিন্ট
আমরা নিজের পায়ে চলব, নিজের দেশকে নিজেরাই গড়বো। মোড়ল সেজে হুকুম দেয়া বিদেশীদের মুখাপেক্ষী হবো না । শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্রমুক্ত উন্নয়ন সমৃদ্ধ দেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলবো। বাংলাদেশের মানুষের কীভাবে উন্নয়ন, কল্যাণ ও উন্নয়ন করা যায় সে লক্ষ্যেই ক্লান্তিহীন পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, মানুষের কল্যাণ করে যাচ্ছি। দেশের জনগণ ভালো করেই জানেন নৌকায় ভোট দিলে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়, মানুষের কল্যাণ হয়। তবে কোন অশুভ শক্তি দেশের মানুষের ভাগ্য নিয়ে আর যেন ছিনিমিনি খেলতে না পারে সেজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঘিওর উপজেলার বানিয়াজুরী সরকারী স্কুল এন্ড কলেজ মাঠে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমূর রহমান দূর্জয় কথাগুলো বলেন।
উপজেলার নালী ও বানিয়াজুরী ইউনিয়ন ছাত্রলীগের যৌথ আয়োজনে এই কর্মী সভায় সভাপতিত্ব করেন ঘিওর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান রনি। সঞ্চলনা করেন যুগ্ম আহবায়ক শুভ আহমেদ টোকন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম খান, আবু মো. তায়েবুর রহমান টিপু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল আলিম মিন্টু, সাধারন সম্পাদক হামিদুর রহমান আলাই, বানিয়াজুরী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোখতারুজ্জামান বাবু প্রমুখ।
Posted ৫:৫১ পূর্বাহ্ণ | বুধবার, ২১ জুন ২০২৩
Desh24.news | Azad
.
.