রামপ্রসাদ সরকার দীপু | শনিবার, ১৩ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় সদর ইউনিয়নের উত্তরপাড়া ব্যাডমিন্টন টুনামেন্ট শুরু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার সদর ইউনিয়নে ১নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া আঃ মজিদ মাস্টারের বাড়িতে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ মোহসিন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘিওর থানা অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস।
এ সময় আরো উপস্থিত ছিলেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার আদিত্য, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আহসান হাবিব, ঘিওর ইউপি চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম (টুটুল) প্রমুখ। অনুষ্ঠঅনে সভাপতিত্ব করেন ইস্টার্ন হাউজিং এর ব্যবস্থাপক এ কে এম ফজলুল হক। সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জাকির ইকবাল। এই টুর্নামেন্টের মোট ১৬টি দল অংশগ্রহণ করছেন।
Posted ৪:৫০ অপরাহ্ণ | শনিবার, ১৩ জানুয়ারি ২০২৪
Desh24.news | Azad
.
.