মোঃ শফি আলম,মানিকগঞ্জ প্রতিনিধি ॥ | বুধবার, ০১ মার্চ ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জে ১০২ নং সেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা উপলক্ষে আলোচনাসভা , সাংস্কৃতিক,ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১লা মার্চ) দিনব্যাপী পৌরসভার ১ নং ওয়ার্ডের পশ্চিম সেওতা এলাকায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, থানা শিক্ষা অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ ছবেদ আলী কোং, জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান শাহীনা আফরোজ বেবী, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী বিপু রহমান, আজাদুল ইসলাম আজম, কাজীমুদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুন নাহার আাঁখি, অভিভাবক সদস্য সাংবাদিক মোঃ শফি আলম, রেজাউল করিম মুন্না সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অভিভাবক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বক্তারা বলেন, ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার একটি বড় অংশ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করতে হবে। নিজের মেধাকে বিকশিত করতে হলে স্ব-শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ারও আহ্বান জানান। আরোও বলেন, শিক্ষার মানোন্নয়নে ছাত্রছাত্রী অভিভাবক ও শিক্ষকদের একযোগে কাজ করতে হবে তাহলেই ভাল ফলের পাশাপাশি জ্ঞানার্জন সম্ভব হবে।
Posted ৪:৪৬ অপরাহ্ণ | বুধবার, ০১ মার্চ ২০২৩
Desh24.news | Azad
.
.