মোঃ খায়রুল বাশার মিঠু, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
দাশুড়িয়া বাসিকে নিরাপত্তার চাদরে ঢাকতে পাবনা জেলা পুলিশের উদ্যোগে ও দাশুড়িয়া বাজার মালিক সমিতির সহযোগিতায় ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া বাজারে ১৭টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর সকাল ১১টায় ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া বাজারে আনুষ্ঠানিকভাবে সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম।
দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদারের সভাপতিত্বে, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ওসি আসাদুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম বলেন, বর্তমান আইজিপির নির্দেশে আমরা মাদক ও চাঁদাবাজীর বিরুদ্ধে জিরোটলারেন্সে কাজ করছি।
তিনি মাহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সাধরণ মানুষকে সরকারের দেওয়া বিধি নিষেধ মেনে চলার জন্য অনুরোধ জানান।
অনুষ্ঠান শেষে তিনি এক সংঙ্গে ১৭টি সিসি ক্যামেরার শুভ উদ্বোধন করেন।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, দাশুড়িয়া বাজার মালিক সমিতির সদস্যগন, ঈশ্বরদী থানা পুলিশ, ঈশ্বরদী ট্রাফিক পুলিশ, দাশুড়িয়া বিট অফিসারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Posted ৭:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর ২০২১
Desh24.news | Azad
.
.