আব্দুর রাজ্জাক ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধ | মঙ্গলবার, ২০ জুন ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওর থানার এস আই মোঃ রাসেল খান জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হয়েছেন।
জেলা পুলিশের পক্ষ থেকে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি ও জনবান্ধব পুলিশিং এ বিশেষ অবদান রাখায় মোঃ রাসেল খানকে সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়।
গতকাল সোমবার জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান।
পুলিশ সুপারের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্ ) ইমতিয়াজ মাহবুব তার হাতে এ পুরস্কার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নুরজাহান লাবনী, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) মারুফা নাজনীনসহ মানিকগঞ্জ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও সকল ইউনিট ইনচার্জগণ।
এ বিষয়ে এস আই মোঃ রাসেল খান বলেন, আমি মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হওয়ায় পুলিশ সুপার মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার ( শিবালয় সার্কেল ), ঘিওর থানা অফিসার ইনচার্জসহ ঘিওর থানায় কর্মরত সকল অফিসার-ফোর্স ও ঘিওর বাসীর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ পুরস্কার আগামীতে জনগণের সেবা করতে আমাকে অনুপ্রেরণা যোগাবে।
Posted ৫:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জুন ২০২৩
Desh24.news | Azad
.
.