ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতে অনুমোদনহীন ৩টি করাত কল মালিকের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গত বুধবার সকাল থেকে বিকেলে পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন,ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোছাঃ শামিমা আক্তার জাহান।
এসময় করাত কল বিধিমালা ২০২১ইং এর ৩(ক) ও ৭(খ) ধারায় অনুমোদনহীন করাত কল ব্যবসায়ী ইউসুফ আলী রানাকে ১০ হাজার, সাজু মিয়া ১০ হাজার ও মিজানুর রহমানকে ১০ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় মধ্যপাড়া বন বিভাগের রেঞ্জ অফিসার আব্দুল হাই, ফুলবাড়ী বিট অফিসার আব্দুল হাই সরকার ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
Posted ৬:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
Desh24.news | Azad
.
.