বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে

নাগরপুরে উপজেলা বিএনপি’র সাংবাদিক সম্মেলন

মোঃ মাসউদুর রহমান   |   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট  

নাগরপুরে উপজেলা বিএনপি’র সাংবাদিক সম্মেলন

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে সময়ের কন্ঠস্বর, টাঙ্গাইল সমাচার, টাঙ্গাইল প্রতিদিনসহ কয়েকটি প্রিন্ট ও অনলাইন প্রোর্টালে মিথ্যা খবর প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাগরপুর উপজেলা শাখা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরপুর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান হবি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি ঐতিহ্যবাহী দল। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিষ্ট সরকারের পতনের পর সারা বাংলাদেশে বিশৃংখলা দাঙ্গা হামলা হলেও নাগরপুরে বিএনপি’র দৃঢ় নেতৃত্বে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংখ্যালঘু পরিবার ও তাদের উপাসনালয় রাতভর পাহারা দিয়ে স্বাভাবিক পরিবেশ বজায় রেখেছে। বিএনপি একটি সুশৃংখল দল। নাগরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কোন প্রকার চাঁদাবাজী ও দখলবাজীর সাথে জড়িত নন। আমাদের দলের চেয়ারম্যানদের কাছ থেকে অর্থ চাওয়ার প্রশ্নই উঠে না। কোন চেয়ারম্যান থাকবে না থাকবে সেটা সম্পুর্ণ অন্তর্বতী সরকারের সিদ্ধান্ত। তাই প্রিন্ট ও কয়েকটি অনলাইন প্রোর্টালে দলের সভাপতি ও সাধারন সম্পাদকের নাম ভাঙ্গীয়ে চাঁদাবাজী সিন্ডিকেট সক্রিয় শিরোনামে যে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সংবাদ সম্মেলনের মাধ্যমে।


প্রকাশিত সংবাদের বিষয়ে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ও তোফায়েল আহম্মেদ মোল্লা বলেন, আমাদের দলের কোন নেতাকর্মীরা আমাদের কাছে কোন প্রকার টাকা পয়সা চায়নি। আর প্রকাশিত সংবাদে আমাদের কোন মন্তব্যও নেয়া হয়নি। সলিমাবাদের প্যানেল চেয়ারম্যান মো. মনির হোসেন ভূইয়া বলেন, আমার পরিবারের কেউ আওয়ামীলীগের সাথে জড়িত নন। ৯জন ইউপি সদস্য ও ৩জন সংরক্ষিত সদস্যরা সম্মিলিত ভাবে আমাকে প্যালেন চেয়ারম্যান নির্বাচিত করেন।

যুবদলের সদস্য সচিব মো. নজরুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি বলেন, আওয়ামীলীগের একটি কুচক্রী মহল আমাদের নামে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদটি প্রচার করিয়েছে। এই সংবাদ পরিবেশনের পিছনে যাদের হাত রয়েছে তাদের শাস্তির দাবি করছি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সহ-সভাপতি মাসুদুর রহমান লিয়াকত, সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, সহ-সাধারন সম্পাদক একেএম ফরিদুজ্জামান কহিনুর, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান লাভলু, যুবদলের সাবেক আহ্বায়ক ফনির হোসেন ভূইয়া, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দীপন, কৃষক দলে সভাপতি মো. হুমায়ন কবির, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, ছাত্র দলে আহ্বায়ক মীর খালিদ মাহমুদ রাসেল, সদস্য সচিব শহিদুল ইসলাম মনিরসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে নাগরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুলসহ সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৮:৪৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com