ডেস্ক রিপোর্ট | বুধবার, ০৫ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
পঞ্চম ধাপে অনুষ্ঠিত মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
আজ বুধবার (৫ জানুয়ারি) সকালে কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায়, এখন পর্যন্ত অবাধ ও সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। যদিও সকাল থেকেই ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে ভোট শুরুর প্রথম ঘন্টায় কেন্দ্র ভেদে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে উৎসাহ-উদ্দীপনা নিয়ে কেন্দ্রে আসা ভোটারদের উপস্থিতি বাড়ছে।
এদিকে, ভোটের পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠু অবস্থা বজায় রাখতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কেন্দ্র পরিদর্শন করে টহল দিচ্ছে বিজিবি ও দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে যে কোন অনিয়ম রুখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
স্থানীয় এই নির্বাচন নিয়ে সাধারণ ভোটাররা উচ্ছ্বাস প্রকাশ করে অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানিয়েছেন। শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ সম্পন্ন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তারা।
Posted ১০:৫৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ জানুয়ারি ২০২২
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |