শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঘিওরে উৎসব মুখোর পরিবেশ চলছে নির্বাচনী হাওয়া

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট  

ঘিওরে উৎসব মুখোর পরিবেশ চলছে নির্বাচনী হাওয়া

রামপ্রসাদ সরকার দীপু স্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ৭টি ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।  নির্বাচনকে সামনে রেখে ঘিওরে উৎসব মুখোর পরিবেশ লক্ষ্য করা গেছে। ঘিওর, বড়টিয়া, পয়লা, সিংজুরী, বানিয়াজুরী, বালিয়াখোড়া ও নালী এই ৭টি ইউনিয়নের প্রতিটি গ্রামাঞ্চলে পোষ্টার ও লিপলেটে ছেয়ে গেছে প্রতিটি এলাকা। দুপুরের পর থেকে প্রার্থীদের মাইকিং চলছে পুরো দমে। বিভিন্ন ধরনের গানের সাথে প্রার্থীদের মার্কার প্রচার করা হচ্ছে। খন্ড খন্ড মিছিলে পুরো এলাকাগুলো মুখরিত হয়ে পরে। প্রার্থীরা আদা জল খেয়ে বাড়ি বাড়ি ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। সকাল থেকে  রাত পর্যন্ত হোটেল রেস্তোরা, বিভিন্ন ক্লাব এবং বাজারগুলোতে  নির্বাচনী আলোচনা পুরোদমে চলছে। আদাপ সালামের বিনিময়ে প্রার্থীরা ভোট প্রার্থনা করছেন। উঠান বৈঠক, মোটর সাইকেল শোগাউন নিয়ে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। নিজ নিজ এলাকার পাশাপাশি ৭টি ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা শক্ত অবস্থানে রয়েছে। দলীয় নেতা কর্মীরা প্রতিটি বাড়িতে বাড়িতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন।


উপজেলার ৭ টি ইউনিয়নের জন্য চেয়ারম্যান পদে ৩৬জন প্রার্থী নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে আওয়ামী লীগের ১০ জন নেতাকর্মী চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মুলত আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর বিপরীদে বিদ্রোহী ভূমিকায় রয়েছে তারা। ইতোমধ্যে বহিস্কার ও কারন দর্শানো নোটিশ দেওয়া হয়েছে বিদ্রোহী প্রার্থী ও সমর্থকদের। দলীয় প্রার্থীর বিরুদ্ধে যারা প্রচারনা চালাচ্ছে তাদের অনেকের গোপন তথ্য সংগ্রহ করছে একটি টিম। পর্যায়ক্রমে তাদের বহিস্কার করা হবে বলে দলীয় সূত্র জানায়। তবে বিদ্রোহী প্রার্থীদের কারনে অনেক এলাকায় দলীয় প্রার্থীরা বেকায়দায় রয়েছে। শক্ত অবস্থানে রয়েছে বিএনপি সমর্থিত ১২ জন প্রার্থী এবং জাপা ১ জন ও জাকের পার্টির ১ জন কমিউনিষ্ট পার্টির ১ জন এবং স্বতন্ত্র ৪ জন প্রার্থী রয়েছেন নির্বাচনী মাঠে।

ঘিওর সদর ইউনিয়নে জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হামিদুর রহমান (নৌকা), বিদ্রোহী প্রার্থী রয়েছেন ঘিওর সদর ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি বর্তমান চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল (আনারস)।

বড়টিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক সামছুল হক মোল্লা রওশন (নৌকা), বিএনপি সমর্থিত মোঃ আইয়ুব আলী (আনারস), মোঃ ইমদাদুল হক (ঘোড়া), বর্তমান চেয়ারম্যান মোঃ ফরিদ হোসেন বাবর (অটোরিক্সা) ও জাপার মোঃ আসলাম উদ্দিন (লাঙ্গল )।

পয়লা ইউনিয়ন -মোঃ হারুন-অর-রশিদ (নৌকা), আবুল হোসেন (অটোরিকশা), বিদ্রোহী প্রার্থী পয়লা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আঃ লতিফ প্রধান লতা (চশমা) যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ মাহমুদুল হাসান (মোটরসাইকেল) যুবলীগ নেতা গাজিউর রহমান (রজনীগন্ধা), মোঃ শফিকুল ইসলাম মৃধা (আনারস), মোঃ নাছির উদ্দিন নান্নু (ঘোড়া), মোঃ খোরশেদ আলম খান (চশমা), মোঃ বাবুল মিয়া (অটোরিকশা) ।

বালিয়াখোড়া ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি এম এ লতিফ (নৌকা), আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মোঃ খোরশেদ আলম খান (চশমা),মোঃ বাবুল মিয়া (অটোরিকশা) বিএনপি সমর্থিত মোঃ আওয়াল খান (মোটরসাইকেল) মোঃ খোরশেদ আলম খান (চশমা) ।

সিংজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ (নৌকা) সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ মিয়া (আনারস), উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আবু মোঃ আসাদুর রহমান মিঠু (মোটরসাইকেল), স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল আলী বেপারী (ঘোড়া) )। বিএনপি সমর্থিত মোঃ আঃ আওয়াল (চশমা), মোঃ খোরশেদ আলম খান (চশমা), মোঃ বাবুল মিয়া (অটোরিকশা)।

নালী ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস (নৌকা), বিদ্রোহী প্রার্থী  উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এবং সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস (আনারস),  আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ দিলশাদ খান (মোটরসাইকেল) বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুস শরিফ মৃধা (ঘোড়া), কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড দুলাল কুমার বিশ্বাস (চশমা)।

বানিয়াজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি  মোঃ নূর আলম (নৌকা), বিদ্রোহী প্রার্থী জেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান (অটোরিকশা), বিএনপি সমর্থিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চতু (মোটরসাইকেল), বিএনপি সমর্থিত প্রার্থী  এস আর আনসারী বিল্টু (চশমা) ও মোঃ আরিফ খান (আনারস), জাকের পার্টির নেতা মোঃ কবির হোসেন রতন (গোলাপ ফুল) স্বতন্ত্র প্রার্থী  মোহাম্মদ আলী (ঘোড়া)।

উপজেলা নির্বাচন অফিসার মোসাম্মৎ ফেরদৌসী বেগম বলেন, উপজেলার ৭ টি ইউনিয়নের জন্য চেয়ারম্যান পদে ৩৬ জন, ২৬৭ জন সাধারন সদস্য এবং ৮০ জন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচন করবে। ঘিওরে মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৪শ’ ৬২ জন।  রিটার্নিং অফিসার ৩ জন,  পোলিং অফিসার ৬৮৮ জন, প্রিজাইডিং ৬৫ জন, সহ-প্রিজাইডিং ৩৪৪ জন কেন্দ্র ৬৫ টি । ঝুকিপূর্ন কেন্দ্র প্রায় ২০টি।

ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব জানান, ৭টি ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে আনসার, পুলিশ ম্যাজিস্ট্রটসহ ভ্রাম্যমান মোবাইল টিম সার্বক্ষনিক মনিটরিং করবে। ইতোমধ্যে জেলা পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খানের নির্দ্দেশে আমরা ৭টি ইউনিয়নের ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেছি। এলাকার লোকজনের সাথে মতবিনিময় করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান জানান, ঘিওরের ৭টি ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।  ভোট অবাদ ও শুষ্ট পরিবেশে হবার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

 

 

 

 

Facebook Comments Box

Posted ১০:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com