ডেস্ক রিপোর্ট | শনিবার, ২০ নভেম্বর ২০২১ | প্রিন্ট
সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ৪র্থ ধাপে অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর উপজেলার ২০ টি ইউনিয় পরিষদ নির্বাচনে নৌকার প্রতীকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।
২০ নভেম্বর (শনিবার) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কেন্দ্রীয় আওয়ামীলীগ।
সদরের ২০ উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থীরা হলেন – ১ নং রুহিয়া ইউনিয়নে মোঃ মমিরুল ইসলাম বাবু, ২নং আখানগড় ইউনিয়নে মোঃ রোমান বাদশা, ৩নং আকচা ইউনিয়নে সুব্রত কুমার বর্মন, ৫ নং বালিয়া ইউনিয়নে মোঃ নূরে এ আলম মুক্তি, ৬ নং আউলিয়াপুর ইউনিয়নে মোঃ আতিকুর রহমান, ৭ নং চিলারং ইউনিয়নে ঋষিকেশ রায় লিটন, ৮ নং রহিমানপুর ইউনিয়নে মোঃ খেলাফত চেয়ারম্যান, ৯ নং রায়পুর ইউনিয়নে মোঃ নুরুল ইসলাম, ১০ নং জামালপুর ইউনিয়নে এস এম ইমদাদুল হক, ১১ নং মোহাম্মদপুর ইউনিয়নে মোঃ সোহাগ হোসেন, ১২ সালান্দর ইউনিয়নে মোঃ মাহাবুব আলম মুকুল, ১৩ নং গড়েয়া ইউনিয়নে মোঃ রইজউদ্দীন সাজু, ১৪ নং রাজাগাঁও ইউনিয়নে মোঃ খাদেমুল ইসলাম সরকার, ১৫ নং দেবীপুর ইউনিয়নে মোঃ মোয়াজ্জেম হোসেন, ১৬ নং নারগুন ইউনিয়নে মোঃ শেরেকুল ইসলাম, ১৭ নং জগন্নাথপুর ইউনিয়নে মোঃ আলাল হোসেন (মাষ্টার), ১৮ নং শুখানপুখুর ইউনিয়নে মোঃ আনিসুর রহমান, ১৯ নং বেগুনবাড়ী ইউনিয়নে মোঃ বনি আমিন, ২০ নং রুহিয়া পশ্চিম অনিল কুমার সেন ও ২১ নং ঢোলার হাট ইউনিয়নে সীমান্ত কুমার বর্মন কে মনোনয়ন দেওয়া হয়।
এর আগে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কোরাইশী ও সাধারণ সম্পাদক দীপক কুমার রায়সহ শীর্ষ স্থানীয় নেতারা ওই ২০ ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের তালিকা সম্প্রতি দলের হাইকমান্ডের পাঠান এরই প্রেক্ষিতে আজ ২০ নভেম্বর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সদর উপজেলার ২০ টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেন বলে জানা গেছে।
উল্লেখ্য যে, জেলা নির্বাচন অফিস থেকে ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২৫ নভেম্বর , মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ তারিখ ২৯ নভেম্বর, প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর এবং আগামী ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
Posted ৮:৫২ অপরাহ্ণ | শনিবার, ২০ নভেম্বর ২০২১
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |