ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৬ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
সাইমন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় করিমুল ইসলাম (৪৫) ও আরমান আলী(১৪) নামে বাবা ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে করিমুলের বড় ছেলে আরজুমান ইসলাম (২২) নামে ১ জন।
১৫ জানুয়ারি (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় উপজেলার লোহাগাড়ার মিলন বাজার নামক জায়গায় এই দূর্ঘটনা ঘটলে জানা যায় নিহত বাপ ছেলের বাড়ি উপজেলার ভাকুড়া গ্রামে।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানায়, সন্ধায় উপজেলার ভাকুড়া গ্রামের করিমুল ও তার দুই ছেলে আরমান ও আরজুমান সহ মোটরসাইকেলে নিয়ে ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জে তাদের বাসার দিকে আসছিল। এসময় পীরগঞ্জ-ঠাকুরগাঁও সড়কের লোহাগাড়া মিলন বাজার এলাকায় বিপরীত দিক থেকে একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা
এবং পীরগঞ্জ হাসপাতালে নেয়ার পর ছেলে মারা যায়।
তিনি আরো জানান, নিহতের বড় ছেলে পীরগঞ্জ উপজেলা সাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে সেই সাথে ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে।
Posted ৫:৫৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ জানুয়ারি ২০২২
Desh24.news | Azad
.
.