ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২২ অক্টোবর ২০২১ | প্রিন্ট
সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে ৩য় ধাপে অনুষ্ঠিত বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ উপজেলার ১৮ টি ইউনিয় পরিষদ নির্বাচনে নৌকার প্রতীকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।
২২ অক্টোবর (শুক্রবার) সকাল ১১ টায় কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কেন্দ্রীয় আওয়ামীলীগ।
বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি ইউনিয়নে নৌকার মাঝি হলেন, ১নং পাড়িয়া ইউনিয়নে ফজলে রাব্বি রুবেল, ২নং চাড়োল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জী, ৩নং ধনতলা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী নুপুর, ৪নং বড় পলাশবাড়ী ইউনিয়নে শাহাবুদ্দিন মিয়া, ৫নং দুওসুও ইউনিয়নে প্রভাষক সোহেল রানা, ৬নং ভানোর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল ওয়াহাব সরকার, ৭নং আমজানখোর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ আকালু ডংগা ও ৮নং বড়বাড়ী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আকরাম আলী ৷
অপরদিকে পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে নৌকার মাঝি হয়েছেন, ১নং ভোমরাদহ ইউনিয়নে মোঃ হিটলার হক, ২নং কোষারানীগঞ্জ ইউনিয়নে আজহারুল ইসলাম রাজা, ৩নং খনগাঁও ইউনিয়নে শহীদ হোসেন, ৪নং সৈয়দপুর ইউনিয়নে বিবেকানন্দ নিমাই, ৫নং পীরগঞ্জ সদর ইউনিয়নে, অরুণ চন্দ্র রায়, ৬নং হাজিপুর ইউনিয়নে, জয়নাল আবেদীন, ৭নং দৌলতপুর ইউনিয়নে সনাতন চন্দ্র রায়, ৮নং সেনগাঁও ইউনিয়নে, মোস্তাফিজুর রহমান, ৯নং জাবরহাট ইউনিয়নে, জিয়াউল হক জিয়া ও ১০নং বৈরচুনা ইউনিয়নে মহিলা আওয়ামীলীগ নেত্রী টেলিনা সরকার হিমু।
এর আগে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কোরাইশী ও সাধারণ সম্পাদক দীপক কুমার রায়সহ শীর্ষ স্থানীয় নেতারা ওই ১৮ ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের তালিকা সম্প্রতি দলের হাইকমান্ডের পাঠান এরই প্রেক্ষিতে আজ ২২ অক্টোবর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড দুই উপজেলার ১৮ টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেন বলে জানা গেছে।
উল্লেখ্য যে, জেলা নির্বাচন অফিস থেকে ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২ নভেম্বর , মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ৪ নভেম্বর, প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর এবং আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
Posted ৫:৩৬ অপরাহ্ণ | শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |