ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ :
মানিকগঞ্জের ঘিওর উপজেলার নবনির্বাচিত ৭ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। শপথ নেয়ার পরে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ এর সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ -১ আসনের এমপি আলহাজ নাঈমূর রহমান দূর্জয়। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হামিদুর রহমান প্রমুখ। উপজেলার বানিয়াজুরি ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, পয়লা ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হারুণ-অর-রশীদ, বড়টিয়া ইউপি চেয়ারম্যান সামসুল আলম মোল্লা রওশন, ঘিওর সদর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল, সিংজুরী ইউপি চেয়ারম্যান আবু মোঃ আসাদুর রহমান মিঠু, বালিয়াখোড়া ইউপি চেয়ারম্যান মোঃ আওয়াল খান শপথ গ্রহন করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহকারী কমিশনার ও এক্সিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান। এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে পয়লা, সিংজুরী, বানিয়াজুরী, নালী, বড়টিয়া , বালিয়াখোড়া ও ঘিওর ইউনিয়নের সংরক্ষিত ও সাধারণ আসনে নব নির্বাচিত ৮৪ মেম্বারের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হাবিব, ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইশতিয়াক আহমেদ শামীম,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ সাজ্জাকুর রহমান। ঘিওর উপজেলা নির্বাহী অফিসার হামিদুর রহমান আনুষ্ঠানিক ভাবে নির্বাচিত ৮৪জন ইউপি মেম্বার (সদস্যদের) শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, স্ব-স্ব ইউনিয়নের উন্নয়ন এবং ইউনিয়নবাসীর সেবায় আত্মনিয়োগ করে সরকারের সুযোগ সুবিধা পৌঁছে দিবেন। তিনি আরও বলেন আপনারা জনগণের ভোটে নির্বাচিত সদস্য জনগণের সুখ, দুঃখে আপনারা তাদের পাশে থাকবেন। এবং সরকারের নিয়ম কানুন মেনে এলাকার উন্নয়ন করবেন।
Posted ৭:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |