আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি : | মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওর উপজেলার চরবাইলজুরি পঞ্চ রাস্তা মোড় নামক স্থানে তেরশ্রীর ঐতিহ্যবাহী নিজাম সুইটসের শো রুম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ( ৮ অক্টোবর ) বিকেলে বরং গাইল টাংগাইল মহাসড়কের সাগর বনিক আলোয় এই শো-রুমটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শাহ্ নিজাম উদ্দিন আল ওয়ায়েছি, মোঃ জহিরুল ইসলাম আল ওয়ায়েছি, মোঃ আশরাফুল ইসলাম আল ওয়ায়েছি, এডভোকেট আব্দুল গনি শিকদার, মোঃ রফিকুল ইসলাম আল ওয়ায়েছি, মোঃ তানবির মাহমুদ আবির, বহু গন্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে নিজাম সুইটসের পরিচালক মোঃ সাইফুল ইসলাম বলেন, নিজাম সুইটস কোয়ালিটির ব্যাপারে কোনো আপোস করে না। শতভাগ হালাল ও নিষ্কন্টক খাদ্যপণ্য উৎপাদনে আমাদের প্রতিষ্ঠান বরাবরই শতভাগ মান যাচাই-বাছাই করে বাজারজাত করে। তিনি শো-রুমের কর্মচারীদের উদ্দেশ্য করে বলেন, শোরুমে মেয়াদ উত্তীর্ণ কোনো পণ্য রাখবে না। হালাল ব্যবসার মাধ্যমে ভোক্তা সেবার মান রক্ষা করাই ব্যবসার মূল লক্ষ্য।
Posted ৫:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪
Desh24.news | Azad
.
.