ঘিওর ( মানিকগঞ্জ) প্রতিনিধি | শুক্রবার, ১২ আগস্ট ২০২২ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওর উপজেলার শ্রীধরনগর মাদ্রাসার মোড় নামক স্থানে ( শুক্রবার ১২ আগষ্ট) দৌলতপুর থেকে আসা পিকআপ ভ্যান দুই পথচারীকে ধাক্কা মারে। এতে ঘিওর পঞ্চরাস্তা মোড়ের মৃত ফুলচানের ছেলে মোঃ ইকবাল হোসেন ( ৫২ ) ও শ্রীধর নগর গ্রামের রিজু মিয়ার ছেলে মোঃ জসিম উদ্দিন (৩৫) নামে দুই পথচারী মারাত্মক ভাবে আহত হয়।
স্থানীরা তাদেরকে ঘিওর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত আবাসিক মেডিক্যাল অফিসার বিপুল বালৌ ইকবালকে মৃত ঘোষণা করে। এবং জসিম উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ পাঠায়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, দুর্ঘটনার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাসহ ট্রাকটি জব্দ ও চালককে আটকের চেষ্টা চলছে।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করে।
এসময় শিবালয় সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী ঘটনাস্থল পরিদর্শন করেন।
Posted ২:২৬ অপরাহ্ণ | শুক্রবার, ১২ আগস্ট ২০২২
Desh24.news | Azad
.
.