ডেস্ক রিপোর্ট | সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ:
জমানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন।গতকাল রোববার সকালে বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের হল রুমে দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করে নেন সাবেক চেয়ারম্যান, ইউপি সচিব, নবনির্বাচিত ইউপি সদস্যবৃন্দ গ্রাম পুলিশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নবনির্বাচিত চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু।
এ সময় উপস্থিত ছিলেন- সাবেক চেয়ারম্যান আবুল কাশেম চতু, ইউনিয়ন পরিষদের সচিব রাশেদ রহমান, সমাজ সেবক আহমেদ ইব্রাহীম যীশু, নাট্য ব্যক্তিত্ব গিনি আলম, ইউপি সদস্য আব্দুল কুদ্দুস, সোহেল চৌধুরী, মিঠুন আনসারী, মোঃ রাজা, তৌহিদুল ইসলাম তুহিন, মনির হোসেন প্রমুখ।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঘিওর উপজেলার নবনির্বাচিত সকল চেয়ারম্যানদের আনুষ্ঠানিক শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক।
ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু বলেন- জনগণ আমাকে বিপুল ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমার সবটুকু সাধ্য দিয়ে চেষ্টা করে যাবো জনগণের সঠিক সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য। ইউনিয়নের অসমাপ্ত উন্নয়ন কাজ গুলো করে যাবো ইনশাআল্লাহ।
Posted ৪:১০ অপরাহ্ণ | সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২
Desh24.news | Azad
.
.
আর্কাইভ
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |