ওই নির্বাচনে অন্যান্য পদ ছাড়া শুধু ১০টি সদস্যপদের মধ্যে ৮টিতে আওয়ামী লীগ-সমর্থিত জয় লাভ করে। এতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সদস্য পদে মনোনয়ন পেয়ে বিজয়ী হয়েছেন টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার কৃতিসন্তান, সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী এ্যাডভোকেট মোঃ আব্দুর রহমান মিয়া। তিনি বেকড়া আটগ্রাম ইউনিয়নের বারাপুষা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মোঃ গিয়াস উদ্দিন এর একমাত্র সুযোগ্য ছেলে তিনি।
নির্বাচনে জয়লাভ করার পর তিনি জানায় আমি মহান আল্লাহর দরবারে লাখোকোটি শুকরিয়া এবং বিজ্ঞ আইনজীবী সহ সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন। আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব এবং আইনজীবীদের কল্যানের জন্য কাজ করতে পারি এটাই আমার লক্ষ্য ও উদ্দেশ্য। মহামান্য সুপ্রীম কোর্টের আইনজীবী হিসেবে স্বীকৃতি পাওয়ার আনন্দের রেশ কাটতে না কাটতেই ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য হিসেবে বিজয়ী করায় বারের সকল বিজ্ঞ আইনজীবীদের এবং বিচারকদের প্রতি কৃতজ্ঞ। এ জন্য মহান আল্লাহ কাছে লাখো কোটি শুকরিয়া জানিয়েছেন এবং দেশের সেবায় এবং মানুষের সেবায় ও নিজেকে আমৃত্যু আইনী সেবায় নিয়োজিত রাখতে পারি এজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
Posted ১০:৩৬ অপরাহ্ণ | রবিবার, ০৩ মার্চ ২০২৪
Desh24.news | Azad