উপজেলা প্রতিনিধি | বুধবার, ০৬ অক্টোবর ২০২১ | প্রিন্ট
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। ৬ অক্টোবর বুধবার সকালে ঈশ্বরদী থানার পাকশী ইউনিয়ন এর দিয়ার বাঘইল ক্লাব মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ শফিকুল ইসলাম (৪৪),ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামের ইসমাঈল মন্ডলের ছেলে। সে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সাব ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিল। স্থানীয়রা জানায়,দাশুড়িয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে মোটরসাইকেল নিয়ে আসার সময় বিপরীতগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। দুর্ঘটনার পরপরই ট্রাক এবং ট্রাকের চালক পলাতক রয়েছে বলে জানা যায়। পাকশী হাইওয়ে ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।
দূর্ঘটনার পরপরই ট্রাক এবং ট্রাকের চালক পলাতক রয়েছে বলে জানা যায়।
Posted ৭:৩১ অপরাহ্ণ | বুধবার, ০৬ অক্টোবর ২০২১
Desh24.news | Azad
.
.