শনিবার ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতপুরের সাথে তিনটি ইউনিয়নের সংযোগ সড়ক এটি

সড়কের পাশে মরা গাছ: দূর্ঘটনার আশংকা

।।মাহবুব আলম রাসেল।।   |   শুক্রবার, ১৩ আগস্ট ২০২১ | প্রিন্ট  

সড়কের পাশে মরা গাছ: দূর্ঘটনার আশংকা

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা থেকে কলিয়া বাজার পর্যন্ত সড়কের দুই পাশে অসংখ্য গাছ রোগাক্রান্ত হয়ে মরে গেছে। বছরের পর বছর ধরে মরে পড়ে আছে গাছ গুলো। দেখার কেউ নেই।  ঝড়-বৃষ্টিতে মাঝেমধ্যেই মরা গাছের ডাল ভেঙে পড়ে ঘটে দূর্ঘটনা। এই অবস্থায় পথচারী, যাত্রী ও যানবাহন চালকেরা ঝুঁকি নিয়ে ওই সড়ক দিয়ে চলাচল করছেন।

 


উপজেলা  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর  ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নব্বই দশকে  দৌলতপুর থেকে কলিয়া বাজার পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কের দুই পাশে একাশিয়া, আকাশমনি, শিশু সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। সেগুলো এখন বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। দৌলতপুরের সাথে তিনটি ইউনিয়নের সংযোগ সড়ক এটি। এছাড়াও জেলায় শহরে যাওয়ার জন্য এই সড়কটি  অসংখ্য মানুষ ব্যবহার করে থাকে। সড়কে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে । কয়েক বছর ধরে গাছগুলো মরছে। প্রথমে গাছের পাতা ঝরে পড়ে যায় পরে ধীরে ধীরে গাছ শুকিয়ে মারা যায়। অনেকের বসত বাড়ির সীমানা ঘেষা গাছ দীর্ঘদিন মরে আছে। ওই সব বাড়ীর লোকজনকে সবসময়  আতংকের মধ্যে থাকতে হয় ।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সড়কের  ব্র্যাক মোড়, চকমিরপুর , কালীবাড়ি, টেপরী,গাজীছাইল,  উলাইল, ছিলামপুর, কালিদহ ও কলিয়া এলাকায়  সড়কের দুই পাশের অসংখ্য গাছ শুকিয়ে মরে গেছে। কোনোটিতে ঘুণ ধরেছে, আবার কোনোটিতে কাঠপোকা বাসা বেঁধেছে। মরা কয়েকটি গাছ সড়কে হেলে পড়েছে। যেকোনো সময় পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী শঙ্কিত।

 

উলাইল গ্রামের এড. জহিরুল ইসলাম শরিফ  বলেন, আমাদের গ্রামের খেলার মাঠের কর্নারে অনেক বড় একটি গাছ কয়েক বছর ধরে মরে আছে। প্রতিদিনি মাঠে খেলাধুলা চলে।  এই গাছটি ভেংগে যে কোন মূহুর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। সরকারি গাছ আমরা চাইলেও কাটতে পারি না।কর্তপক্ষের   কাছে অনুরোধ যত দ্রুত সম্ভব গাছটি অপসারণ করে।

 

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরুল হাসান বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী মরা গাছের ডালপালা কাটতে কোন অনুমতি লাগবে না কিন্তু গাছ কাটতে বন বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অনুমতি নিতে হয়। আমি তাদের সাথে কথা বলে যত দ্রুত সম্ভব মরা গাছগুলো অপসারণের ব্যবস্থা করবো।

Facebook Comments Box

Posted ৯:১৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ আগস্ট ২০২১

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com