শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফুলবাড়ী ছোট যমুনা নদীতে গােসল করতে নেমে কলেজ ছাত্রের মত্যু,৪ ঘটা পর মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১ | প্রিন্ট  

ফুলবাড়ী ছোট যমুনা নদীতে গােসল করতে নেমে কলেজ ছাত্রের মত্যু,৪ ঘটা পর মরদেহ উদ্ধার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বন্ধুদের সাথে গােসল করতে নদীতে নেমে তলিয়ে যাওয়া বাঁধন আকদ (১৯) নামের এক কলজ শিক্ষার্থীর মরদহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ডুবুরী দল।

বহস্পতিবার (৭ অক্টাবর) ফুলবাড়ী পৌর এলাকার দক্ষিণ কষ্ণপুর ছােট যমুনা নদীর মাদ্রাসা ঘাটে ঘটনাটি ঘটেছে।


নিহত বাঁধন দক্ষিণ কষ্ণপুর গ্রামের শাহাজাহান আকন্দর ছেলে এবং ফুলবাড়ী বিএম ইন্সটিটিউটের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।

নিহত বাঁধন আকন্দের দাদা সাবেক পৌর কাউন্সিলর দুলাল আকন্দ ও স্থানীয়রা জানান, বহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় কলেজ শেষ করে বাড়িতে ফিরে বন্ধুদের সাথে গােসলের উদ্দেশ্যে গ্রামের পাশে দিয়ে বয়ে যাওয়া ছােট যমুনা নদীর মাদ্রাসা ঘাটে নামে। গােসলের এক পর্যায়ে বাঁধনের বন্ধু রিসাত ও নাদিম নদী থেকে উঠে আসলেও বাঁধন নদীতে তলিয়ে যায়। এসময় তার বন্ধুরা চিৎকার শুরু করলে এলাকার ২০/২৫ জন নদীত ঝাপিয়ে পড়ে তল্লাশী করে। পরে তারা বাঁধনের খোঁজ না পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিস কে খবর দেয়। খবরব পেয়ে এসে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের টিম তল্লাশী চালিয়ে বাঁধনকে না পেয়ে রংপুর থেকে একটি ডুবুরী দল এনে দীর্ঘ ৪ ঘণ্টা পর বিকেলে বাঁধনের মরদহ মাদ্রাসা ঘাট থেকে প্রায় ২ কিলামিটার দক্ষিণ নদীর ভাটিতে পাওয়া যায়।

ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে আমরা প্রাথমিক তল্লাশী চালিয়ে বাঁধনকে উদ্ধারে ব্যর্থ হলে। পরে রংপুর থেকে ডুবুরী দল এনে দীর্ঘ ৪ ঘণ্টা পর ঘটনা স্থল থেকে বাঁধনের মরদহ উদ্ধার করা হয়। মরদহটি থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, বাঁধনের মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

 

Facebook Comments Box

Posted ৮:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১

Desh24.news |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com