সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি | রবিবার, ১৫ আগস্ট ২০২১ | প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
১৫ আগষ্ট (রবিবার) জেলা প্রশাসন, জেলা পুলিশ, আ’লীগ, আ’লীগের সহযোগি অঙ্গ সংগঠন ও বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।
উক্ত দিবসটি পালনে জেলা পরিষদ ডাক বাংলোয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এছাড়াও জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন সহ জেলা আ’লীগ, সদর উপজেলা আ’লীগ ও আ’লীগের বিভিন্ন সহযোগি অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ঠাকুরগাঁও প্রেস ক্লাব, ঠাকুরগাঁও রিপোর্টাস ইউনিট, জেলা পরিষদ, এলজিইডি, স্বাস্থ্য বিভাগ, সড়ক ও জনপদ, গণপুর্ত বিভাগ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, ইএসডিওসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে আলোচনা সভা ও শোক দিবসের কবিতা পাঠ, রচনা ও চিত্রাংকণ প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ-নাত প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, যুব ঋণের চেক বিতরণ করা হয় ও দোয়া মাহফিল করা হয়।
Posted ২:০৫ অপরাহ্ণ | রবিবার, ১৫ আগস্ট ২০২১
Desh24.news | Azad
.
.